টিনসেল টাউনের মায়া নগরীতে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----

কোথায় বিচ্ছেদ!
বিচ্ছেদের গুঞ্জন নস্যাৎ করে ফের একসঙ্গে বচ্চন পরিবার। শনিবার প্রো কবাডি লিগে খেলল অভিষেক বচ্চনের জয়পুর পিঙ্ক প্যান্থার। স্টেডিয়ামে থেকে দলের হয়ে একসঙ্গে গলা ফাটালেন অমিতাভ বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন, আরাধ্যা। ছবি ভাইরাল হতেই নয়া চর্চা শুরু।

রোহিত-রণবীর জুটিতে
বড়পর্দায় নয়, বিজ্ঞাপনী ছবিতে রণবীর কাপুরকে পরিচালনা করলেন রোহিত শেট্টি। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি। পুলিশের পোশাকে রণবীরকে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা।

কোর্টে কঙ্গনা
তাঁর বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেছেন জাভেদ আখতার। মঙ্গলবার বম্বে হাই কোর্টে হাজিরা দিতে হবে কঙ্গনা রানাওয়াতকে। হাজিরা এড়াতে আগাম কোর্টে আবেদন পেশ নায়িকার। যাতে নির্দিষ্ট দিনের জাজিরা স্থগিত রাখা হয়।